চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চরফ্যাসনে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে প্রতিবাদ র্যালী বের হয়ে ফ্যাসন স্কয়ারের শহিদ মিনার চত্তরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, বাঙালী জতির শ্রেষ্ঠ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে এমন ন্যাক্কারজনক কাজ বাঙালী জাতি কখনও মেনে নিবেনা। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ্বাস,চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান, চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া, দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক,সাংবাদিকও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
Leave a Reply