লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিভিন্ন ফল গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্চ ইউনিয়নের পূর্ব চরউমেদ ৯নং ওয়ার্ড এলাকার মফিজ মেম্বার বাড়িতে মোঃ জামাল উদ্দিনের জমিতে এ ঘটনা ঘটে।
জামাল উদ্দিন অভিযোগ করেন, পাশ^বর্তী বাড়ির নসুর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জামাল নিজের জমিতে চাষাবাদ করায় নসু তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। অভিযোগের ফয়সালা না হতেই নসু জমি দখলের চেষ্টায় শুক্রবার সন্ধ্যায় দলবল নিয়ে জামাল উদ্দিনের রোপনকৃত সুপারী, কলা, সীম গাছ কেটে ফেলে ও রবি শষ্য ক্ষেত নষ্ট করে। এসময় জামালকে মারপিটের জন্য খুঁজতে থাকে। এ ঘটনায় জামাল উদ্দিন ইউপি সদস্য বাবুলকে ঘটনা জানান।
এদিকে অভিযোগের ব্যাপারে নসু জানান, গাছ গাটার অভিযোগ ভিত্তিহীন। নিজেরো গাছ কেটে সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিযেছে। ওই জমি আমাদের। জোরপূর্বক জমির ধান কেটে নেয় ও চাষাবাদ করায় আমরা তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। ১৭ ডিসেম্বর থানায় বসাবসি হলেও জামাল আদালতের দোহাই দিয়ে ফয়সালা মানেনি। পরে আমি জমিতে হেলেন ডাল রোপন করি।
ইউপি সদস্য বাবুল জানান, জামাল আমাকে ঘটনা জানিয়েছে। আমি এলাকায় খোঁজ নিয়েছি। তবে কোন প্রত্যক্ষদর্শী না থাকায় ফয়সালা দিতে পারছিনা।
Leave a Reply