চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনের দক্ষিণ আইচা থানা এলাকায় জমি বিারোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ নারীসহ ৮ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দক্ষিণ আইচা থানা ভবন সংলগ্ন এলাকার বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে। আহতরা হলেন, সেলিম মেস্তুরী, ইয়ানুর বেগম, তাছনুর বেগম,সাবরিন বেগম, জহুরা বেগম, শিরিনা বেগম, রাকিব ও মনির হোসেন। চিকিৎসাধীন সেলিম মেস্তুরী জানান, প্রতিবেশী বারেক হাওলাদার গংদের সাথে দক্ষিন আইচা মৌজার থানা ভবন সংলগ্ন ২০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসিলো। ওই জমি বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকার পর বিজ্ঞ আদালত তার পক্ষে রায় প্রদান করেন। গত শনিবার প্রতিপক্ষ বারেক হাওলাদারগংরা ওই জমিতে জোরপুর্বক পাকা ঘর নির্মান কাজ শুরু করেন। এনিয়ে তিনি বাদী হয়ে বারেক হাওলাদারগংদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ নির্মান কাজ বন্ধ করে দেন। জমি পরিমাপ করে উভয়ের সিমানা নির্ধারনের জন্য সময় দেন। কিন্তু বারেক হাওলাদার গংরা গতকাল রোববার ওই জমিতে ফের জোরপুর্বক নির্মান কাজ শুরু করেন। এসময় তিনি বাধা দিলে বারেক হাওলাদারের নেতৃত্বে মামুন, সুমন, সাইফুলসহ ২০/ ২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র তার উপর আর্তকিত হামলা চালায়। স্থানীয়দের কাছ থেকে তার পরিবারের অপর সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে এলে ওই সংঘদ্ধ চক্র তার পরিবারের ৫ নারীসহ ৮ জনকে মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত বারেক হাওলাদারের ছেলে সাইফুল জানান,প্রতিপক্ষ আমাদের জমি জবর দখল করে আছেন। এনিয়ে তাদের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি মো.হারুন অর রশিদ জানান, আমি ভোলা সদরে ক্রাইম কনফারেন্সে আছি। বিষয়টি আমার জানা নাই। তবে থানায় খবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply