তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ রিপোর্টিং ও রেসপন্স আচরণবিধি প্রটোকলের উপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে ও সুশীলন’ এর উপজেলা সমন্বয়কারী রাবেয়া সরকার এলিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সি ই এম বি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অবহিত করেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট (প্ল্যান ইন্টারন্যাশনাল) মো. শহীদুল ইসলাম, চাইল্ড প্রোটেকশন স্পেশালিষ্ট ক্যাথি হেভেন রুনা চিসিম, সুশীলন টিম ম্যানেজার রকিবুল বাহার ও অন্যরা।
Leave a Reply