চরফ্যসন প্রতিনিধি॥ চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার লোকালয় থেকে একটি মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে চরমানিকা ইউনিয়নের করিমপাড়া গ্রামের রফিক মাষ্টারের বসত বাড়ির বাগান থেকে মেছোবাঘটি উদ্ধার করে কুকরী মুকরী রেঞ্জের আওয়াতাধীন চর ইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হয়েছে বলে চরমানিকা বিট কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন। গ্রামবাসীরা জানান,চরমানিকা ইউনিয়নের করিমপাড়া গ্রামের স্কুল শিক্ষক রফিককের বসত বাড়ির বাগানের নারিকেল গাছে গ্রামবাসীরা একটি মেছোবাঘ দেখতে পেয়ে মেছোবাঘটিকে আটক করেন। পরে বন বিভাগকে খবর দিলে চরমানিকার বিট কর্মকর্তা গ্রামবাসীর কবল থেকে মেছোবাঘটি উদ্ধার করে কুকরী মুকরী রেঞ্জের চর ইসলাম ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হয়। চরফ্যাসন বনকর্মকর্তা আলাউদ্দিন জানান, বন থেকে খাবারের সন্ধানে মেছোবাঘটি লোকালয়ে চলে আসে।এবং মানুষের ভয়ে নারিকেল গাছে উঠেছে বলে ধারনা করা হচ্ছে। গ্রামবাসীর সহযোগিতায় বন বিভাগের চর মনিকা বিট কর্মকর্তা মেছো বাঘটি উদ্ধার করে কুকরী মুকরী রেঞ্জের আওয়াতাধীন চর ইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করেন।
Leave a Reply