চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে র্যালী ও কেক কাটার মধ্যদিয়ে যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় অফিসার ক্লাব চত্বর থেকে এক র্যালী বের হয়ে বাজার উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে মিলিত হয়। আলোচনাসভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, চরফ্যাসন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মদ শুভ্র, সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক এম.আমির হোসেন, বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শরিফুল আলম সোয়েব, শীর্ষ বাণীর সম্পাদক সহকারী অধ্যাপক নুরুল আমিন, চরফ্যাসন প্রেসক্লাবের সহসভাপতি শহীদুল ইসলাম দুলাল, চরফ্যাসন প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশন সভাপতি এবং সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারন সম্পাদক মিজান নয়ন, নয়াদিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, রহিমা ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক তাপস চন্দ্র দেবনাথ। পরে যুগান্তরের ২২বছর যুগান্তর পাঠ করায় ৩জন শ্রেষ্ঠ পাঠক হিসাবে পুরস্কার প্রদান করেছেন সহকারী কমিশনার ভূমি রিপন বিশ^াস, তারা হলেন দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম শাহে আলম খোকন, সদর রোডে চৌধুরী ডেন্টাল ক্লিনিংয়ের প্রোপাইটর দন্ত চিকিৎসক জামান রসুল চৌধুরী ও ব্যবসায়ী পুনিল চন্দ্র দাস। বক্তরা বলেন, যুগান্তর একটি আপোসহীন পত্রিকায়। সংবাদ লেখার ক্ষেত্রে যুগান্তর কারো সাথে আপোস করেনি। যুগান্তরের লেখার মান ও সংবাদকর্মীদের সাহসিকতা প্রসংশার দাবীদার। যুগান্তর ২২বছরে পদার্পণ করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়।
Leave a Reply