গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী উপজেলার দক্ষিন সাকোকাঠী গ্রামের মিতু আক্তার (১৯) নামের এক গৃহবধুকে আত্নহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ শনিবার রাতে ওই গৃহবধুর স্বামী রাকিব সরদার (২১) ও শ্বশুর রাজ্জাক সরদার (৪৯)কে গ্রেফতার করেছে। মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার আধুনা গ্রামের আব্বাস বেপারীর মেয়ে মিতু আক্তার (১৯)এর সাথে গত বছরের ১৩ মার্চ পারিবারিক ভাবে উপজেলার দক্ষিন সাকোকাঠী গ্রামের বাসিন্ধা রাজ্জাক সরদারের বেকার ও বদ মেজাজি ছেলে রাকিব সরদার (২১)এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সাংসারিক নানা প্রয়োজন নিয়ে তাদের মধ্যে কলহ-বিবাদ শুরু হয়। ফলে সামান্য ছলে ছুতায় বদ মেজাজি রাকিব তার স্ত্রী মিতু আক্তারকে মারধর ও গালি গালাজ করত। এরমধ্যে গত ১৩ ফেব্রুয়ারী ভোরে গৃহবধু মিতু আক্তারের ছোটবোন রিতু আক্তার বড়বোন রিতুর বাড়িতে বেড়াতে যায়। ওইদিন দুপুর ১২টার দিকে ছোটবোন রিতুর সামনেই বড়বোন মিতুর সাথে তার স্বামী রাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রাকিব সরদার ও শ্বশুর রাজ্জাক সরদার মিলে গৃহবধু মিতুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বলে তুই মরতে পারোনা। এ বাড়িতে কি চাও। আমাদের এ বাড়ি থেকে বের হয়ে যা। ছোট বোনের সামনে স্বামী শ্বশুরের এহেন কার্যকলাপে চরম অপমান বোধ করে রাগে ও ক্ষোভে ঘৃনায় এবং দুঃখে আত্নহত্যার উদ্দেশ্যে গৃহবধু মিতু আক্তার ওইদিন দুপুর ১টার দিকে স্বামী-শ্বশুরের বসত ঘরের পশ্চিম পার্শ্বে গিয়ে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়ে। টের পেয়ে ছোটবোন মিতু আক্তারসহ স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন ওই দিন দুপুর আড়াইটার দিকে মিতু আক্তারকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গৃহবধু মিতু আক্তারের ছোটবোন রিতু আক্তার বাদি হয়ে তার বড়বোনকে আত্নহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে বড়বোনের স্বামী রাকিব সরদার (২১) ও শ্বশুর রাজ্জাক সরদার (৪৯) কে আসামী করে শনিবার রাত ৮টার দিকে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করে। এরপর গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিন সাকোকাঠী গ্রাম থেকে আত্নহত্যাকারী গৃহবধু মিতু আক্তারের স্বামী রাকিব সরদার (২১) ও শ্বশুর রাজ্জাক সরদার (৪৯)কে গ্রেফতার করে। গৃহবধুকে আত্নহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের ও আত্নহত্যাকারী গৃহবধুর স্বামী-শ্বশুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেফতাবকৃত আসামী রাকিব সরদার ও শ্বশুর রাজ্জাক সরদারকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply