দৌলতখান প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানে উত্তরজয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গেদু বেপারী বাড়ির জামালের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত দেড়টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার চল্লিশ মিনিট পর ভোলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের সদস্যরা অগ্নিকান্ডের সুনির্র্দিষ্ট কারণ জানাতে না পারলেও ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করেন। তারা জানান, প্রথমে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ বিস্ফোরিত হলে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। গৃহকর্তা জামাল জানান, স্বর্নালংকার, নগদ টাকা, আসবাবপত্র ও মালামালসহ তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়াসিন লিটন, ইউপি সদস্য নিরব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
Leave a Reply