দৌলতখান প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানে অবৈধ চরঘেরা বিপুল পরিমাণ মশারি জাল জনসম্মুখে আগুনে পুড়িয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ডুবো চরে মশারি জালের ফাঁদ পাতার ৪০ টি খুঁটি ও মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাতারখাল মাছঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এগুলো জব্দ করে। পরে সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ চরঘেরা মশারি জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এরপর মাছধরার ইঞ্জিনচালিত ট্রলার ও চরঘেরা খুঁটি নিলাম দেন ভ্রাম্যমাণ আদালত। দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, অবৈধ চরঘেরা একটি মশারি জাল, ৪০ টি ডুবো চরে মশারি জালের ফাঁদ পাতার খুটি, একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ চরঘেরা মশারি জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং খুটি ও ট্রলার নিলামে দেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Leave a Reply