চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনের আলোচিত প্রতারক আশরাফুল ইসলাম দিপুকে ৩দিনের রিমান্ডে নিয়েছেন দক্ষিণ আইচা থানা পুলিশ। চলতি বছরের জানুয়ারী মাসে দক্ষিণ আইচা থানায় দায়ের করা একটি প্রতারনা মামলায় দায়েরের পর পরই ৭ দিনের রিমান্ড আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে গত শুক্রবার বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে গতকাল শনিবার দক্ষিণ আইচা থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মাহামুদ এতথ্য নিশ্চিত করেন। পুলিশ সুত্রে জানাযায়, দিপু নিজকে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক, কখনও প্রধান মন্ত্রীর কার্যালয়ে কর্মরত অফিসার, পুলিশের কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের পরিচয় দিয়ে ওই যুবক দিপু গ্রামের সহজ সরল মানুষকে বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেয়ার নামে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে হাতিয়ে নেন কুটি কুটি টাকা। সম্প্রতি সময়ে জনৈক নোমান নামের এক যুবককে ধর্ম মন্ত্রণালয়ে চাকুরী দেয়ার নামে প্রতারক আশরাফুল ইসলাম দিপু ২ লাখ টাকা আদায় করে নেন। পরে চাকুরী না দিয়ে ওই টাকা আত্নসাত করেন এবং ওই চাকুরী প্রত্যাশী নোমানকে ভয়ভীতি দেখান দিপু। পরে চাকুরী প্রত্যাশী প্রতারনার শিকার জনৈক নোমান নামের এক ব্যাক্তি চলতি বছরের জানুয়ারী মাসে দিপুকে আসামী করে দক্ষিণ আইচা থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন। ওই মামলায় দক্ষিণ আইচা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাসেল মাহামুদ জানান, প্রতারক দিপুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারনার প্রায় ১৫টি মামলা রয়েছে। সম্প্রতি সময়ে একটি ডিজিটাল নিরাপ্তা মামলায় তিনি কারাগারে বন্ধী ছিলেন। চলতি বছরের জানুয়ারী মাসে তার বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় দায়ের করা একটি প্রতারনা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে শুক্রবার আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন। দক্ষিণ আইচা থানায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই যুবক প্রতারক দিপু সকল প্রতারনার কথা স্বীকার করেছেন। রোববার রিমান্ড শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply