বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মির্জাকালু মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার গলদা চিংড়ির রেণু আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। আটককৃত চিংড়ির রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ ও হাকিমুদ্দিন নৌ পুলিশের সমন্বয় এ অভিযান চলে। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমুদ্দিন মাছঘাট এলাকা অভিযান চালিয়ে ৫০ হাজার চিংড়ির রেণু আটক করি। আটককৃত রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। অবৈধ চিংড়ির রেণুর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
Leave a Reply