মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় খেলতে গিয়ে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দিকে পৃথক ঘটনায় স্লুইচ গেইট সংলগ্ন খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে উদ্ধারকৃত এক শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ভোলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অপর দিকে খালে পড়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শামীম মিঞা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ। বৃহস্পতিবার সকালে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের পূর্বপাশে বেতুয়া স্লুইচ ঘাট সংলগ্ন খালে পড়ে নিখোঁজ রয়েছেন দুই শিশু। অপর দিকে পৃথক ঘটনায় বুধবার বিকেলে হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের হাজীরচর খালের পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। তবে বৃহস্পতিবার সকাল ৭টায় স্পিডবোটযোগে মৃত্যু হওয়া শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠায় পুলিশ।
খালের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু হলেন- উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: ভুট্টো মিয়ার ছেলে মো: জিহাদ (১১)। অপর দিকে নিখোঁজ হলেন- উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: হাসানের ছেলে মো: সোহাগ (৫) ও একই ইউনিয়নের বাসিন্দা মো: ফিরোজ উদ্দিনের মেয়ে চাঁদনী (৪)। নিখোঁজ দুই শিশু সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়। এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে থানায় অপমৃত্যু মামলা হয়। তবে অপর ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শামীম মিঞা জানান, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে। মৃত ও নিখোঁজ দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা করা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
Leave a Reply