বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে ১২ সেপ্টেম্ব উপজেলার ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতার কাজ শেষে আজ থেকে পুরাদমে পাঠদান। এছাড়া খাগকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহববুর রহমান জানান- পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণু মুক্ত করেছি। এছাড়া মধ্য বাটামরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ জ ম হারুন অর রশিদ জানান- মর্টারের সাথে পাইপ সংযুক্ত করে পানি ছিটিয়ে সব শ্রেণিকক্ষ পরিস্কার করা হয়েছে। এবং জীবাণু মুক্ত করা হয়েছে। এছাড়া উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম জানান- পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণুমুক্ত করে সতর্কতার সাথে স্বাস্থ্য বিধি মানা হবে। এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারন সম্পাদক মো. আবুল বাশার বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কেজিস্কুল সর্বোচ্চ সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে বলেছি। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধির ব্যাপারে উপজেলার ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন মাধ্যমে সরকারী নির্দেশনা দেয়া আছে। শিক্ষা অফিসের কয়েকটি টিম স্কুলগুলো সরেজমিন পরিদর্শন করবেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, সরকার নির্দেশিত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে পাঠদানে দিকে এগুচ্ছে শিক্ষকরা।
Leave a Reply