ভোলা প্রতিনিধি ॥ নি¤œচাপের প্রভাবে ভোলার উত্তাল মেঘনা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে এম. ভি বনশ্রী-২ নামের একটি পাথরবোঝাই কার্গো জাহাজ ডুবে যাওয়ার এক দিন পরও উদ্ধার করা যায়নি। সদর উপজেলার মেঘনার রামদাসপুর চ্যানেলে গতকাল দুপুরে কার্গোটি ডুবে যায়। এসময় জাহাজের চালকসহ চার স্টাফ জেলে ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। কার্গো জাহাজের মালিক জানান, গত শনিবার সিলেট থেকে ৮ হাজার ঘনফুট পাথর নিয়ে তাঁর কার্গোটি বরিশালের উদ্দেশ্যে রওনা করে। সোমবার দুপুরে ভোলার রামদাসপুরে চ্যানেলে পৌঁছালে তীব্র স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় কার্গোটি। ইলিশা নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল জানান, ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের জন্য ডুবুরিদের একটি টিমকে বলা হয়েছে। ডুবুরিদের দলটি এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে কার্গোটি উদ্ধার কাজ চালানো হবে।
Leave a Reply