হাফিজুর রহমান পান্না, রাজশাাহী ॥ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় করোনার হানা দিলেও এতদিন মুক্ত ছিলো গোদাগাডী উপজেলা। তবে এর জন্য গোদাগী উপজেলা করোনা মুক্ত হওয়াতে যথেষ্ট প্রশংশা পেয়েছে। কিন্ত সেটি আর ধরে রাখতে পারলোনা অবশেষে গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বায়োলজি ল্যাবে গোদাগাড়ী উপজেলার নাজিরপুর দেওপাড়া গ্রামের এক নারীর (২২) করোনা শনাক্ত হয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ নেই।
এদিকে রামেক হাসপাতাল ল্যাব থেকে গোদাগাড়ীতে দুজনের করোনা শনাক্ত হওয়ার কথা বলা হলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, গোদাগাডী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তালেব।
পরিবার হতে জানা যায়, ওই নারী তার স্বামী ও মায়ের সাথে ঢাকার কাপতান বাজারের জয়কালী মন্দির এলাকায় বসবাস করতেন। ওই নারীর স্বামী কুতুবউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোহাম্মদপুর ল্যাব ওয়ান হাসপাতালে পার্টটাইম চাকুরী করেন বলে জানাান।
গত ২৭ মে তারা স্বপরিবারে রাজশাহীতে তাদের গ্রামের বাড়ি চলে আসেন। পরে তাদের পরিবারের তিন সদস্যের করোনা নমুনা পরীক্ষায় শুধু গৃহবধুর করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে তার স্বামী কুতুবউদ্দিন ও মা রাহিমা বেগমের করোনার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে তাদের পরিবারের তিনজনই সুস্থ রয়েছেন এবং বাসায় আসার পর থেকে তারা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ওই নারীর শরীরেও কোনো উপসর্গ নাই বলে জানান।
Leave a Reply