লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে বিনামূল্যে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৯ ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়। এ সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম পুলিশের সদস্যরা। এরা রাত দিন গ্রাম-গঞ্জের অপরাধ দমনে পরিশ্রম করে যাচ্ছেন। গ্রামের সাধারণ মানুষের সুরক্ষায়ও গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম।
এমপি শাওন আরও বলেন, এসব গ্রাম পুলিশের সদস্যরা আগে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। জননেত্রী শেখ হাসিনার কারণে আজ এসব গ্রাম পুলিশদের মুখে হাসি ফুটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, আবুল বাশার সেলিম, গোলাম মোস্তফা প্রমুখ।
Leave a Reply