ভোলা প্রতিবেদক ॥ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম এর ব্যানারে রবিবার (১২জুন) ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮” পর্যালোচনা ও শুপারিশে বেসরকারি কলেজ অনার্স – মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অন্তর্ভুক্তির জন্য নির্দেশ প্রধানের মানবিক আবেদন জানান তারা।
দীর্ঘ ২৮ বছর ধরে অদ্যবধি বাংলাদেশ সাইকেল উচ্চ শিক্ষা বিস্তারের এবং সরকারের জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অধ্যয়০৮, কৌশল ০৬ পর্যায় ক্রমে ডিগ্রী পাস কোর্স তুলে দিয়ে চার বছর মেয়াদি অনার্স চালু করা হবে তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছি এবং বেসরকারি কলেজে উচ্চ শিক্ষার পাঠদান করে আসছি কিন্তু উল্লেখিত বিষয় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অন্তর্ভুক্ত না কোন নির্দেশনা থাকায় আমরা এমপিও ভুক্ত হতে পারছি না ফলে আমরা ৫৫০০ জন শিক্ষক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আর্থ সামাজিক ভাবে মানবেতর জীবন যাপন করছি। এবং জনবলকাটামো ও এমপিও নীতিমালা বিষয়ে প্রধান মন্ত্রীর কার্যালয়ে হতে একাধিক বার নির্দেশনা আছে যাহা শিক্ষা মন্ত্রনালয়েকর্তৃক আজও বাস্তবায়ন করা হয়নি।
এসময় বাংলাদেশ অনার্স – মাস্টার্স শিক্ষক ফোরামের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন ও সদস্য সচিব বিপ্লব কুমার মন্ডল সহ সদস্যরা এবং বিভিন্ন বিষয় বক্ততা প্রধান করেন। বক্তারা বলেন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ পর্যালোচনা ও সুপারিশ ও বেসরকারি কলেজ অনার্স – মাস্টার্স কোর্সে নিয়োগকৃত অন্তর্ভুক্ত করতে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা মন্ত্রানালয়ে প্রয়োজনীও ব্যবস্হা গ্রহনের জন্য আবেদন করেন।
Leave a Reply