ভোলা প্রতিবেদক ॥ ভোলায় শহর রক্ষা বাঁধে মেঘনার তীব্র স্রেতে ধ্বসের ঘটনা ঘটেছে। এতে করে সরকারের ৫শথ কোটি টাকার প্রকল্প নষ্ট হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। শহর রক্ষা বাঁধে ধ্বস হওয়ায় ভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, সদর উপজেলার রাজাপুর এলাকায় শতকোটি টাকার ব্লকে ধ্বস দেখা দিয়েছে। এছাড়াও ইলিশার ৭ নাম্বার প্যাকেজসহ বেশ কয়েকটি পয়েন্টে বসানো ব্লকের স্তর নদীতে ঝুকে পড়েছে। এমতাবস্থায় আতঙ্ক দেখা দিয়েছে রাজাপুর ও ইলিশায়। জরুরী ভিত্তিতে সংস্কার না হলে ভেস্তে যেতে পারে সরকারের ৫থশ কোটি টাকার প্রকল্প। এছাড়া ১৯ নাম্বার প্যাকেজের যে ব্লক ধ্বস হয়েছে তা বগুড়ার ‘পারিষা’ নামের একটি কোম্পানী কাজ করেছে বলে জানা গেছে। এনজ্যাড কোম্পানির করা হার্ডপয়েন্ট ৭ নাম্বার প্যাকেজেও ধ্বস নামার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ব্লক ধ্বসের ঘটনায় এলাকাবাসীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মেঘনা নদী শান্ত থাকা অবস্থায়ও এমন ঘটনা সত্যই দুঃখজনক। এসময় কেউ কেউ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে ব্লক নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, এখন মেঘনার স্রেত তীব্র। অন্যদিকে চলছে বর্ষা মৌসুম। তাই এমন ঘটনা ঘটেছে। তবে সোমবার থেকে শুরু হয়েছে সংস্কার কাজ।
Leave a Reply