বাউফল প্রতিনিধি ॥ ঈদুল আযহা উপলক্ষে পটুয়াখালীর বাউফল পৌরসভায় দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ের সামনে পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুঃস্থদের মাঝে ওই চাল বিতরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের এবং বুধবার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দুঃস্থদের মাঝে ওই চাল বিতরণ করা হয়েছিল। ভিজিএফের চালের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন পৌরসভার ভাতাভূগীরা।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন বলেন, আমার ওয়ার্ডে ভোটার সংখ্য বেশী । অথচ আমি কার্ড পাই মাত্র ২’শ ১৮ টি। ফলে কেউ কার্ড পায় আবার কেউ পায় না । অনেক দুঃস্থরা ভিজিএফ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ভিজিএফ এর কার্ডের সংখ্যা বাড়ানো জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানাই। ইতিমধ্যে পৌর মেয়র মহোদয়কে বিষয়টি আমি অবহিত করেছি। পৌরসভার সচিব মোঃ মাঈনুল হক বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ২১ জন দুঃস্থদের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৪৬.২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রতি বছর কোরবানীর ঈদের আগে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়ে থাকে।
Leave a Reply