বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে আলোকি নদীতে গোসল করতে গিয়ে রায়হান(১১) নামের একটি শিশু নিখোঁজ যাওয়ার ১ দিন পরেও শিশুটিকে উদ্ধার করা সম্ভাব হয়নি। শনিবার দুপুর ১ টার দিকে ধূলিয়া ইউনিয়নের আলোকি নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় ওই শিশুটি। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও লিডার গিয়াসউদ্দিনের নেতৃত্বে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল ওই দিন সন্ধ্যায় ঘন্টাব্যাপী এবং আজ রবিবার সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।
স্থানীয় ও স্বজনেরা জানান, কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের হারুন মিয়ার ছেলে শিশু রায়হান বাবা-মায়ের সাথে প¦ার্শবর্তী ধুলিয়া ইউনিয়নের আলোকি চাঁদকাঠী গ্রামে খালু মোজ্জামেল হকের বাড়ী বেড়াতে যায়। শনিবার দুপুরে সঙ্গীদের সাথে আলোকি নদীতে গোসল করতে যায় রায়হান। এ সময়ে সাতার জানা না থাকায় সকলের অগোচরে নদীতে ডুবে যায় সে। পরে খোঁজাখুজি শুরু করেন স্বজনেরা। কোন সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমে সফল না হলে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে সন্ধ্যায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালান। এরপর রাতে বাউফল ফায়ার সার্ভিস ষ্টেশনে অবস্থান করেন ওই টিম। আজ রবিবার সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পুনঃরায় উদ্ধার কার্যক্রম চালালেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন বলে জানান বাউফল ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান সজীব।
Leave a Reply