বাউফল প্রতিনিধি ॥ বেতন বৈষম্য নিরশনের প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ হেলথ এসিনট্যান্ট এসোসিয়েশন বাউফল উপজেলা শাখার কর্মচারিরা। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। দেশের ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বাংলাদেশ হেলথ এসিসট্যেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন পরিষদ এই কর্ম বিরতি ঘোষণা দেন। তঁদের দাবী , নিয়োগ বিধি সংশোধন সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১.১২ ও১৩ তম গ্রেডে উন্নিত করনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর বেতন বৈষম্য নিরশনে একটি কমিটি গঠন করেন এবং চলতি বছররের ২ ফেব্রুয়ারী মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব যে লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ হেলথ এসিনট্যান্ট এসোসিয়েশন বাউফল উপজেলা শাখার আহব্বায়ক পরিদর্শক মোঃ সেলিম মিয়া ও সদস্য সচিব স্বাস্থ্য সহকারী মোঃ মাসুম বিল্লাহ বলেন, আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply