রাজশাহী ব্যুরো: রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারকে (এএসপি) হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। রোববার (৩১ মে) রাতেই রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল থেকে তাকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে তিনি গত শনিবার রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল উঠেন। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যখন তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তখন তিনি এখানেই ছিলেন। পরে রাতেই স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, ২৯ বছর বয়সের ওই শিক্ষানবীশ এএসপি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণে ছিলেন। করোনা পরিস্থিতির কারণে প্রশিক্ষণ বন্ধ ছিলেন। ১ জুন থেকে আবার প্রশিক্ষণ শুরু হয়। এর আগে এ্যাকাডেমিতে প্রবেশের আগে ৪৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, হোটেল মুক্তায় পুলিশের আরও কর্মকর্তা রয়েছেন। সবার নমুনা পরীক্ষা করা হবে। তবে হোটেলটি লকডাউন করা হয়নি বলেই জানিয়েছেন ওসি।
Leave a Reply