পটুয়াখালী প্রতিনিধি ॥ সরকারি কাজে স্বচ্চতা ও জবাবদিহিতা বৃদ্ধি, ফলফলধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি বা (চঊজঋঙজগঅঘঈ) মুল্যায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৪-১৫ অর্থবছর হতে সরকারি অফিসসমুহে বার্ষিক র্কমসম্পদান চুক্তি বা (অচঅ) প্রবর্তন করে ।এরই ধারবাহিকতায় আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,পটুয়াখারী এবং জেলাধীন উপজেলা নির্বাহী অফিসাররের র্কাযালয় সমুহের মধ্যে ২০২০-২০২১ ার্থবছরের বার্ষিক কর্মসম্পদান চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মতিউর ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: হেমায়েত উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),পটুয়াখালী জেলাধীন সকল উপজেলার সম্মানিত উপজেলা নির্বহী অফিসারগন,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দঅ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জি.এম.সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন স্বচ্ছতাও জবাবদিহিতা নিশ্চিতা করে জনগনের দোরগোড়ায সেবা পৌছে দেওয়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে,যার মধ্যে বার্ষিক কর্মসম্পদান চুক্তি অন্যতম। তিনি আশাবাদ ব্যক্ত করেন,উপজেলা নির্বাহী অফিসারগন যথাযথভাবে এই চুক্তি বাস্তবায়ন করবেন এ উপজেলার বদরপুর ইউনিয়নে ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে সরেজমিনে গেলেবং বর্তমান সরকারের নির্বচনী ইশতেহার,২০১৮ তে বর্ণিত লক্ষ্য প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ এবং টেকসইউন্নয়ন অভীস্ট (ঝউএ)অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।
Leave a Reply