তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল : পটুয়াখালীর বাউফলে ‘শিক্ষা, অধিকার ও প্রগতি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাউফল উপজেলা শাখা। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় ওই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পটুয়াখালী জেলা শাখার সম্বনায়ক শহিদুল ইসলাম ফাহিম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও জেলা শাখার সহ-সম্বনায়ক মহসিন হোসেন, জেলা শাখার যুগ্ম আব্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ। মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা পলিটেকনিকেল কলেজের ছাত্র এসএমআর সজিব, এইচ এম শান্ত, মোঃ আরিয়ন ওসমান ও কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাদিুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তরা এ সময়ে বলেন, ২০১৮ ইং সালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। এরপর মানষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে এই সংগঠনটি। দেশকে বাঁচাতে হলে সর্বপ্রথম ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে। দেশ ও জাতি গঠনে ছাত্র সমাজ সবচেয়ে বেশী ভূমিকা রাখতে পারে। আরো বলেন, অন্যায় অবিচারের প্রতিবাদ করতে হবে ছাত্রদেরকেই। সে জন্য নিজেদেরকে আগে ভালো চরিত্রের অধিকারী হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। অপসংস্কৃতি রোধ করতে হবে। সামাজিক অবক্ষয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে লেখা পড়ার পাশাপাশি নিজেদেরকে নীতি-নৈতিকতাও অর্জন করতে হবে। পরে নওমালা শাখা পোষ্ট অফিসের সামনে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করে কর্মসুচীর শুভ উদ্ভোধণ শেষে উপস্থিত নেতা-কর্মী ও বাজারের বিভিন্ন দোকানীদের মাঝে করোনা ভাইরাসের সংক্রামন রোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
Leave a Reply