বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলের ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মার্কসিট ও প্রসংশাপত্র নিতে ৫শ’ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে মার্কসিট ও প্রশংসাপত্র দেওয়া হয়না এমন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, তামিম, আশা, বীথি আক্তার, রবিউল রানা, সানজিদা, আবসানা, জেনিয়া, নাজবির ও সাকিব নামের কয়েক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়ে রোববার মার্কসিট ও প্রসংশাপত্র তুলতে বাউফলের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গেলে প্রধান শিকক্ষ মঞ্জুর মোর্শেদ তাদের কাছ থেকে ৫শ টাকা করে আদায় করেন। বোর্ডের নির্দেশনা উপক্ষো করে প্রধান শিক্ষক এই টাকা আদায় করছেন। ওই বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর কয়েক অভিভাবক জানান, ‘বিভিন্ন কৌশলে প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ নিজেকে সরকার দলীয় লোক এমন দোহাই দিয়ে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে পাঠোন্নয়ন পরীক্ষা, ফরম পূরণ ও প্রবেশপত্র বাবদ অতিরিক্ত টাকা আদায় করছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদের ০১৭১৬২৪৭১০৮ নম্েেবর একাধিক বার ফোন করলে রিসিভ করেনি। পরে এসএমএস দিলেও তাকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদের আগে আরিফুল ইসলাম, আবু সালেহ রাশেদ ও আবদুল্লাহ আল কাফি নামে তিন শিক্ষার্থীর মেধাবৃত্তি পঁচিশ হাজার টাকা উত্তোলন করে আত্মস্যাৎ করেন । বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের হস্তক্ষেপে ওই টাকা ফেরত দেন।
Leave a Reply