পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বদরপুর বাজার এবং আমখোলা বাজারে যৌথভাবে অভিযান চালিয়েছে র্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সেখানকার তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেয়া প্রতিষ্ঠান তিনটির মধ্যে বদরপুর ফেরীঘাটের বাসিন্দা আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলামকে আট হাজার টাকা, বসদরপুর বাজরের মৃত আব্দুর রশিদ মৃধার ছেলে আব্দুর রব মেধাকে আট হাজার টাকা এবং আমখোলা বাজারের মো. লতিফ হাওলাদারের ছেলে মো. বেল্লাল হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প থেকে জানানো হয়েছে, ‘রোববার বেলা সাড়ে ১২টার দিকে যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৩৮/৫২ ধারা মোতাবেক প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের অর্থদ- দেয়া হয়েছে।
Leave a Reply