বাউফল প্রতিনিধি ॥ আত্মসাত করা একান্ন লক্ষ টাকা ফেরত চাওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলায় থানা পুলিশ মনগড়া চার্জসীট দেয়ার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তোভোগী ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম মোঃ মাহবুব আলম। তিনি নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সভাপতি এবং প্লেনসীট ব্যবসায়ী। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় বাউফল পৌরশহরের একটি রেস্তোরায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময়ে ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুব আলম মোল্লা লিখিত বক্তব্য বলেন, ব্যবসায়িক কমৃকান্ড পরিচালনা করতে গিয়ে একই ইউনিয়ন নাজিরপুর গ্রামের মৃত হাকিম আলী আকনের ছেলে জসীম উদ্দিন আকনের কছে ৫১ লক্ষ টাকা পান সে। জসিম নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। ওই টাকা চাইতে গিয়ে জসিমের সঙ্গে তাঁর বিরোধর সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে গত ২৫ জানুয়ারী রাতে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে কতিপয় সন্ত্রাসী মাহবুব আলম মোল্লকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মাহবুব মোল্লার স্ত্রী শিলা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, জসীম আকনের হুকুমে সন্ত্রাসীরা মাহবুব মোল্লাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তদন্ত শেষে গত ১৯ সেপ্টেম্বর প্রধান আসামী জসীম আকনের নাম বাদ দিয়ে বাকী ২ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় পুলিশ। এছাড়াও আসামী পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জসীম আকনকে চার্জশীট থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ। পূণরায় তদন্ত করে চার্জশীটে প্রধান আসামীর অন্তুর্ভূক্তির দাবী জানান মাহবুব মোল্লা।
Leave a Reply