পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোঃ খোকন মৃধা (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় পটুয়াখালী নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত খোকন মৃধা সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী গ্রামের মোছলেম মৃধার ছেলে। পটুয়াখালী বাস টার্মিনালের ড্রাইভার বেল্লাল হোসেন জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাস টার্মিনালের সামনে দিয়ে একটি কাভার্ডভ্যান যাচ্ছিলো এবং তার পিছন দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি মোটরসাইকেল চালক গাড়ি থেকে ছিটকে পরে গিয়ে মাথা থেকে রক্ত পড়ছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক খোকনকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যানের নম্বর ঢাকা মেট্রো ট-১৮-৪৮০০।
পটুয়াখালী সদর থানা পুলিশের এএসআই মোঃ মিজান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কাভার্ডভ্যান আটক করা হয়েছে। বর্তমানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল দুটোই থানা হেফাজতে রয়েছে। তবে এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তবে তার অবস্থা ভাল না হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
Leave a Reply