পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিপাড়া গ্রামে নৌবাহিনীর অধিগ্রহনকৃত ৩২০ একর জমি বিএস পর্চার পরিবর্তে এস পর্চার মাধ্যমে মূল্য নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন এলাকাবাসী। রোববার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অধিগ্রহনে ভূমিহীন পরিবারের সদস্যরা বসবাসের জন্য আবাসন প্রকল্পেরও দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাসীর পক্ষে ইমরান হোসেন পিয়াল বলেন, উন্নয়নের স্বার্থে নৌবাহিনী বানাতিপাড়া মৌজার ৩২০ একর জমি অধিগ্রহন করে। এ জমির মূল্য তালিকা নির্ধারণ করেছে বিএস পর্চার মাধ্যমে। তাদের দাবি বিএস পর্চার মাধ্যমে জমির মূল্য তালিকা নির্ধারণ করলে প্রতিপক্ষ ও স্বজনদের মধ্যে মামলা, হামলা বিবাদের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এর আগে পায়রা বন্দর, তাপ বিদ্যুত কেন্দ্র, নৌ বাহিনী ক্যাম্প নির্মানের জন্য সরকার যে জমি অধিগ্রহন করেছে তা এসএ পর্চার মাধ্যমে মালিকদের দেয়া হয়েছে। কিন্তু এখন বিএস পর্চার মাধ্যমে অধিগ্রহনের টাকা পরিশোধ করলে অনেক প্রকৃত মালিকরা জমির মূল্য থেকে বঞ্চিত হতে পারে। তাদের দাবি সরকারি উন্নয়নের জন্য তারা জমি দিতে প্রস্তুত কিন্তু তাদের জমির মূল্য নির্ধারণ করা হোক এসএ পর্চার মাধ্যমে। সংবাদ সম্মেলনে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply