বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলের কাগুজিপুলের পালপাড়ায় আজ বৃহস্পতিবার সকালে মৃৎশিল্পের সম্ভাবনা, ঐতিয্য ও আধুনিকতা শীর্ষক এক কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে দুই দিন ব্যাপি এই কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিএম সরফরাজ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (বালোকাফার) পরিচালক ড. আহম্মেদ উল্লাহর সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাাহি কর্মকর্তা জাকির হোসেন, কারুলিল্প অনুরাগী ও মূখ্য প্রশিক্ষক বিসিকের প্রাক্তন চিফ ডিজাইনার মো. আলাউদ্দিন আহম্মেদ, মৃৎশিল্পী ও কারুশিল্পী সংগঠক প্রশিক্ষক তরুন কুমার পাল, বালোকাফার ডিসপ্লে অফিসার ও কর্মশালা সমন্বয়কারী একেএম আজাদ সরকার, বালোকাফার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও কর্মশালা সমন্বয়ক মো. রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, বাউফলের মাস্টার ক্রাফটসম্যান মৃৎশিল্পী বিশে^শ^র পাল, গোবিন্দপাল, শিশির পাল প্রমূখ উপস্থিত ছিলেন।
বিশে^শ^রপাল জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বাউফলের মৃৎশিল্পের সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করা হলেও দুই দিন ব্যাপি এই কর্মশালায় আঞ্চলিক মৃৎশিল্প সামগ্রীর ঐতিয্য, বৈশিষ্ট, ব্যাবহারিক উপকরণ, ব্যায় সঙ্কট, কারুপন্ন সংরক্ষণে উদাসিনতা, রুপরেখা ও পৃষ্ঠপোষকতায় দুর্বলতাসহ আধুনিক জীবনযাপনে মৃৎশিল্পের ব্যাবহার, বিদেশের বাজারের চাহিদা, নতুন সম্ভাবনায় মৃৎশিল্পের সৃজনশীল ধারার সূচনা, শুদ্ধাচারের প্রয়োগ ও কৌশল উদ্ভাবনের মাধ্যমে কালেকশন তৈরীর বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এতে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ’ মৃৎশিল্পী অংশ নেবে।
Leave a Reply