শামীম আহমেদ পটুয়াখালী ॥ পটুয়াখালীতে এ্যডভোকেট ক্লার্ক আঃ ছোবাহান হাওলাদার গত ২৭শে মে মৃত্যু বরণ করেন। মৃত্যু পরবর্তী ক্লার্ক সমিতিতে পাওনা জামানত টাকা ফেরত চাইলে টাকা দিতে টালবাহানার অভিযোগ সমিতির সভাপতি / সম্পাদকের বিরুদ্ধে। জানাগেছে ছোবাহান হাওলাদার মৃত্যু বরণ করায় তার পরিবারের সদস্য স্ত্রী শামসুন্নাহার বেগম সমিতিতে তার স্বামীর জামানত টাকা ফেরত চাইলে সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিব, আমির হোসেন ও শাহজাহান গাজী টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করে আসছে। টাকা দেয়ার নাম করে নিহত ছোবাহান হাওলাদারের পরিবারের সদস্যদের একাধিকবার পটুয়াখালীতে আসতে বলে উল্টো তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় নিহতের ছেলে আসলাম হাওলাদার বলেন,আমার বাবা ১৯৯৮ সাল থেকে মহরার হিসেবে সুনামের সহিদ পেশাগত দায়ীত্ব পালন করে আসছে, গত ২৭শে মে তার আকস্মিক মৃত্যু হয়,তার মৃত্যুতে আমরা শোকাহত হয়ে পরি,তার দাফন পরবর্তী কার্যক্রম কোনমতে শেষ করি। পরবর্তীতে জানতে পারি যে, আমার বাবার এ্যডভোকেট ক্লার্ক সমিতিতে তার কিছু জামানত টাকা রয়েছে। পরে উক্ত টাকা ফেরত পেতে সমিতির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন কারন দেখিয়ে সময় ক্ষেপন করে। হঠাৎ সমিতি থেকে ফোন করে আমার মাকে পটুয়াখালী আসতে বলে, আমার মা আসলে তার কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে এবং পরবর্তীতে তাদের অফিসিয়াল কার্যক্রম শেষ করে টাকা দিবে বলে যানায়। কিন্তু এর পরে একাধিকবার টাকা দেই দিচ্ছি বলে ঘুরায় কোন ভাবেই আমাদের পাওনা টাকা ফেরত দিচ্ছে না। নিহত ছোবাহান হাওলাদারের স্ত্রী শামসুন্নাহার বলেন আমার স্বামীর মৃত্যুতে ৪ ছেলে ও ৪ মেয়ে নিয়ে অতিব কস্টে জীবন যাপন করছি। আমার স্বামীর জামানত টাকা ফেরত পেলে আমার ছেলে মেয়ে নিয়ে কোন ভাবে জীবন যাপন করতে পারি। তিনি আরও বলেন আমার স্বামীর সমিতিতে জামানতের টাকা ফেরত পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি / সম্পাদকের দৃস্টি আকর্শণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন জদি আমার স্বামীর জামানতের টাকা ফেরত নাপাই অবশ্যই আইনি পদক্ষেপ নিতে পারি। অভিযোগের বিষয় জানতে সমিতির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
Leave a Reply