দুমকি প্রতিবেদক ॥ প্রকল্প-২ এর ‘আওতায় ভিটি আছে, ঘর নেই’ প্রকল্পের প্রথম ধাপে দুমকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ৩শ’ অসচ্ছল গৃহহীন পরিবার আধাপাকা ঘর পাচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা টিন শেডের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭১ হাজার টাকা। মঙ্গলবার উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের স্বামী পরিত্যক্তা গৃহহীন লুৎফুননেছা বেগমের নামে বরাদ্দকৃত নির্মাণাধীন ভবনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মো: আল-ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল-মামুন ও মিসেস ফরিদা ইয়াসমিন, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, পবিপ্রবি’র ছাত্র প্রতিনিধি নাঈম হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন প্রমুখ।
Leave a Reply