রাঙ্গাবালী প্রতিবেদক ॥ অপহরণের পাঁচদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালীর কলেজ পড়ুয়া এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৮। এ অপহরণে সম্পৃক্ত প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করে তারা। এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাঙ্গাবালী থানায় ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। তারা হলো- পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর নাসির হাওলাদার (৩৭), পিরোজপুরের সরূপকাঠী থানার ইনদিরহাট ইউনিয়নের বরচাকাঠী গ্রামের নয়ন মোল্লা সোহেল (৩২) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের রূপধন গ্রামের সকিনা বেগম (৫০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের এগারো নম্বর গ্রাম থেকে ১৭ বছর বয়সের কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর রাঙ্গাবালী থানায় ওই কলেজছাত্রীর ভাই বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। একপর্যায় পটুয়াখালী র্যাব-৮ কার্যালয়ে গিয়ে সহায়তা চাইলে অভিযান চালিয়ে বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের আটক করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, উদ্ধার হওয়া কিশোরীর ভাই বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply