ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় চালু হয়েছে জেনেক্সপার্ট মেশিন। যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিন দিয়ে কোভিড নাইনন্টিন শনাক্তের জটিলতা নিরসন করা যাবে। তবে এ কার্যক্রম শুরু করতে প্রয়োজন মেশিনের উপযোগী রি-এজেন্ট। এ মেশিনের মাধ্যমে ৪৫ মিনিটেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। গতকাল বুধবার দুপুরে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেম মঞ্জু । এসমময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষেদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুব জাকি, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, আরএমও ডাঃ মোঃ বেল্লাল হোসেন প্রমূখ।
Leave a Reply