পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী জেলা একই দিনে দুটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে দশমিনায় ৪৫ বছর বয়সী এক যুবক ও কলাপাড়ায় খুন হয়েছে এক গৃহবধূ। জানা গেছে, দশমিনায় নিজ বসতঘরের রান্নাঘর থেকে নাসরুল আলম হাওলাদার নজরুল নামে এক ব্যক্তির গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে দশমিনা থানা পুলিশ। নাসরুল আলম হাওলাদার নজরুল ওই গ্রামের মৃত ফজলুল হক হওলাদারের ছেলে। বুধবার দিবাগত রাতে যে কোন সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে ইমরান নিখোঁজ রয়েছেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওদিকে কলাপাড়ায় শিরিনা আক্তার (২০) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার নাচানাপাড়া সংলগ্ন স্বামীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মিঠু সিকদার (২৫) পলাতক রয়েছে। শিরিনা চাকামাইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের মোখলেছ হাওলাদারের মেয়ে। নিহতের পারিবার জানায়, প্রায় ৯ মাস আগে সামাজিকভাবে মিঠুর সঙ্গে বিয়ে হয় শিরিনার। বিয়ের পর থেকে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্ট হতো। বুধবার রাত ১২টার দিকে মিঠু শিরিনার ভাইকে ফোন দিয়ে তাদের পরিবারের সবাইকে নিয়ে বাসায় আসতে বলেন। পরে সকালে শিরিনার বাবা, মা ও ভাইসহ সবাই বাসায় এসে মেঝেতে শিরিনার লাশ দেখতে পান। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply