শামীম আহমেদ, পটুয়াখালী ॥ জেলার সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার এর বিরুদ্ধে বনবিভাগের আওতাধীন সরকারি গাছ ( ছোট বিঘাই ইউনিয়নে) অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে জনৈক কবির মৃধা সাবেক ইউপি সদস্য ছোট বিঘাই ইউনিয়ন, পটুয়াখালী বনবিভাগ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, আজ ২৪শে নভেম্বর অভিযোগটি দায়ের করেন। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কতৃপক্ষ বরাবর আবেদন করা হয়। ৭নং ওয়ার্ডের কাটাখালী খালের দক্ষিণ পার্শে ওয়াপদা রাস্তার উপর পটুয়াখালী বন
বিভাগের রোপণকৃত সরকারী মালিকানাধীন গাছ অত্র ইউনিয়নের ( ইতিপূর্বে চাল চুরি সহ বিতর্কিত) চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বে-আইনী ভাবে কর্তন করিয়া নিজে ব্যবহার করার জন্য কেটে নেয়ার অভিযোগ। উক্ত গাছ কেটে নিজের বাড়ীতে নেয়ার জন্য চালিতাবুনিয়া খালের কিনারে নিজ বাড়ীর দরজায় সরকারি চোরাই গাছগুলো রেখে দেয়া হয়েছে। এ বিষয় আঃ মান্নান ও আলাউদ্দিন গাছ গুলো জব্দ করা হলেও অজ্ঞাত কারণে চেয়ারম্যান আলতাফ হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না কতৃপক্ষ। বিভাগীয় বন কর্মকর্তা পটুয়াখালী বরাবরে করা আবেদনে আরও বলা হয় বিগত দিনে ও চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার সরকারি গাছ চুরি, গরিবের চাল চুরি, এলাকার উন্নয়ন নাকরে সরকারি টাকা আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসী বলছে বিগত নির্বাচনে টাকা দিয়ে নমিনেশন কিনে নৌকার টিকেট কিনে ভোট কারচুপি করে নির্বাচনে বিজয়ী হওয়ার কারনে এলাকার সাধারণ মানুষের জন্য কোন কাজ নাকরে টাকা উত্তলন করে আত্মসাত করছে এবং সেই টাকায় আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসী সরকারি গাছ চুরির বিষয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আলতাফকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির দাবী জানান। অভিযোগের বিষয় জানতে চাইলে চেয়ারম্যান মোঃ আলতাফ হাওলাদার বলেন,কিছু দিন পূর্বে এলাকায় রাস্তা ভরাটের কাজ চলমান থাকায় বেকু দিয়ে মাটি কাটার সময় বেকুতে কিছু গাছ নস্ট করলে আমি তাৎক্ষণিকভাবে জেলা বন কর্মকর্তাকে অবহিত করি। এবং বনবিভাগের লোক এসে মোট নয়টি গাছ আপাদত আমার জিম্মায় রেখে জায় এবং পরে নিয়ে জাবে বলে আমাকে জানায়। এ বিষয় আমি নিজে পটুয়াখালী বন কর্মকর্তার সাথে দেখা করে বিস্তারিত বলে আসি, তারা দ্রুত সময়ের মধ্যে গাছগুলো তাদের হেফাজতে নেয়ার আশ্বাস দেন।
Leave a Reply