শামীম আহমেদ, পটুয়াখালী ॥ সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নজরুল ইসলাম ও আবুল কালাম গুরুতর আহত হয়েছেন দুজনই মোঃ মোতাহার গাজীর ছেলে, এ হামলার ঘটনায় পটুুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৩৫/২০২০ মামলা সূত্রে জানা যায় প্রতিপক্ষ শামছু হাওলাদার ও আহত নজরুল ইসলাম একই এলাকার বাসীন্দা হওয়ায় শামছুর পিতা মৃত মজিদ হাওলাদারের কাছ থেকে কিছু দিন পূর্বে জমি ক্রয় করেন নজরুল ইসলাম জমি বিক্রির কিছু দিন পরে মজিদ হাওলাদার মারা জায় , তার মৃত্যুর পরে ছেলেরা বাবার বিক্রিত জমি দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে বলে ভুক্তভোগী নজরুল ইসলাম যানায় । আহত নজরুল ইসলাম আরও বলেন যে গত ২৩শে নভেম্বর আনুমানিক সকাল ১০ঃ০০ ঘটিকার সময় নিজের ক্রয়কৃত জমিতে বিল্ডিং নির্মানের কাজ চলছিলো কাজ চলমান অবস্থায় হঠাৎ মামলায় অভিযুক্ত সন্ত্রাসীরা নজরুল ইসলামের ঘরের নির্মাণ কাজে বাধা দেয় ও ভাঙচুর করে এসময় আবুল কালাম ও নজরুল ইসলাম প্রতিবাদ করলে প্রতিপক্ষ শামছু হাওলাদার,শাহিন হাওলাদা, স্বপন হাওলাদার, রাশিদা বেগম, চানু হাওলাদার, রিপন হাওলাদার, আসাদুল হাওলাদার, সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠি রামদা দাও ও লোহার রড দিয়ে এলোপাথারীভাবে নজরুল ও আবুল কালামকে বেধরক কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীদের কোপে নজরুলের বাম হাতের ৩ টি আংগুল বিচ্ছিন্ন হয়ে যায় এসময় নজরুল কে বাঁচাতে কালাম এগিয়ে আসলে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে,এতে আবুল কালামের একটি হাত ভেঙ্গে যায় পরে নজরুল ইসলাম ও কালাম কে মৃত্যু ভেবে সন্ত্রাসীরা বিরদর্পে অস্র উচিয়ে এলাকা ত্যাগ করে চলেযায়। আহতদের ডাকচিৎকারে নজরুলের বাবা ও স্থানীয় লোকজন এসে আহতদের পটুুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় এলাকাবাসী ও বদরপুর ইউপি চেয়ারম্যান মানিক মিয়া বলেন শামছু সহ সকল অভিযুক্তরা চুরি ডাকাতি ও মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত, এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন কোর্টে ও থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায়, এদেরকে ইতিপূর্বে একাধিক বার বিভিন্ন ধরনের অপরাধের জন্য ইউনিয়ন পরিষদে ডাকা হলেও কোনো প্রকার শালিস মীমাংসায় না এসে বরং তাদের অপকর্ম চালিয়ে যায় । এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এহেন ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদেরকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির দাবী জানান এবং আহতদের ন্যায় বিচার ও নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে।
Leave a Reply