লুৎফুল হাসান রানা, কলাপাড়া ॥ কলাপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্য নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। রবিবার দুপুর বাারোটায় উপজেলা ও শহর আওয়ামীলীগের উদ্দ্যেগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। এসময় আওয়ামী লীগ,মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বহু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাখাইন মহিলা মার্কেটে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আ: বারেক মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও প্যানেল মেয়র মো: পান্না মিয়া হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মো: ছিদ্দিকুর রহমান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব আলম আকন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি তোফায়েল আহম্মেদ তপু, মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, পৌর শ্রমীক লীগের সভাপতি মো: আব্বাস কাজী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: মাসুদ রানা, পৌর যুবলীগের আহবায়ক মো: ইসাহাক শেখ,পৌর ছাত্রলীগের সভাপতি মো: মো: মজিবুর রহমান প্রমূখ।
প্রতিবাদ সভায় পৌর মেয়র আ: বারেক মোল্লা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা,স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কোন মুর্তি নয়। একটি দেশ ও জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক মাত্র। বিশ্বের বিভিন্ন ইসলামী রাষ্টের প্রনেতাসহ বরণ্য ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে। সারা দেশের ন্যায় আমরা কুয়াকাটা পৌর আওয়ামী লীগ এর প্রতিবাদ জানাই। দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তিনি।
Leave a Reply