বেতাগী প্রতিবেদক ॥ প্রথম ধাপের বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারনা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী তালিকা গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। নির্বাচনে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক পেলেও কাউন্সিলর প্রার্থীদের জন্য থাকছে ভিন্ন প্রতীক। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে ঘোষিত হওয়ায় আজ প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই তারা প্রচারণায় নেমেছে।মেয়র পদে ভোটে লড়বেন ২ জন। তারা হলেন আওয়ামী লীগের এবিএম গোলাম কবির এবং বিএনপির হুমায়ূন কবির মল্লিক। তাছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী ভোটে লড়বেন । সবমিলিয়ে ভোটে লড়বেন ৩৮ জন। পোস্টার লাগানো শুরু করেছে প্রার্থীরা।আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম গোলাম কবির শুক্রবার বাসস্টান্ড প্রধান নির্বাচনী কার্যালয় থেকে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারনায় নামেন।পৌর শহরের প্রধান প্রধান সড়কে লিফলেট বিতরন করেন। এ সময় উপজেলা,পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
Leave a Reply