কলাপাড়া প্রতিনিধি ॥ পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌর শহরের কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে ৪৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন। গতকাল রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুয়াকটা কৃষি ব্যাংক সংলগ্ন ইভা ভ্যারাইটিস স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের খবরে কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করেতে পারেনি স্টেশন অফিসার এনামুল হক সুমন। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে ইভা ভ্যারাইটি মালিক কবির হাওলাদারের ১৫ লাখ, মিরাজ স্টোর্সের মালিক জাকির মুসল্লীর ২০ লাখ এবং মা কম্পিউটারের মালিক আমিনুল ইসলামের ১০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ক্ষিতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে নবনির্বাচিত কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার নিশ্চিত করেন।
Leave a Reply