রাঙ্গাবালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে দুই লাখেরও বেশি মাছের রেনুপোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের হাফেজকান্দা গ্রামে ফরিদ হাওলাদারের মৎস্য হ্যাচারিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হ্যাচারি মালিক ফরিদ হাওলাদার বলেন, ‘প্রায় ১৫ বছর যাবৎ এখানে রেনুপোনা উৎপাদন এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। প্রতি বছরের মত এবারও ৫ একর জমি বন্দোবস্ত নিয়ে দু’টি ঘের ও তিনটি পুকুরে রেনুপোনার হ্যাচারি করি। বিক্রয় উপযোগী রেনুপোনাগুলো একত্র করে একটি পুকুরে রেখে দেই। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তের বিষপ্রয়োগের কারণে শুক্রবার সকালে বিভিন্ন প্রজাতির রেনুপোনা মরে ভেসে উঠলে বিষয়টি নজরে আসে। তিনি বলেন, আমার হ্যাচারির রুই, কাতলা ও মৃগেল প্রজাতির দুই লাখের বেশি রেনুপোনা মরে গেছে। যার বর্তমান বাজার মূল্য ৬ লাখেরও বেশি। আমার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই ব্যক্তি এ ঘটনাটি ঘটিয়েছেন। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, হ্যাচারি মালিকের এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply