বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ প্রথম করোনা টিকা নিয়ে কোভিড-২ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেছেন। রোববার ৭ ফেব্রুয়ারী সকাল ১১টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকা প্রধান কার্যক্রমের আয়োজন করা হয়। এমপি আ.স.ম ফিরোজ বলেন, সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের একযোগে টিকা দেওয়া শুরু হয়েছে। মন্ত্রী-এমপি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিবেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ভয়ের কোন কারণ নেই, আপনারা টিকা নিন, সুস্থ থাকুন। এই মহামারি ভাইরাস থেকে বাচতে হলে সবাইকে সচেতন হতে হবে। কোন গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেয়ার জন্য আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধণী সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রশান্ত কুমার সাহা, ওসি মোস্তাফিজুর রহমান, ডা. জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, সহকারি কমিশনার (ভুমি) আনিচুর রহমান বালী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলরসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থাণীয় সুধিবৃন্দ। ডা.প্রশান্ত কুমার সাহা বলেন, এ টিকা কার্যক্রম চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হাসপাতালেই ৩টি কেন্দ্রে চলবে টিকার কার্যক্রম। প্রথম অবস্থায় ৪৫০০ জনকে টিকা প্রদান করা হবে। প্রথম দিনে ৪৯ জনের শরীরে টিকা প্রদান করা হয়।
Leave a Reply