মো: লুৎফুল হাসান রানা, কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় সারা দেশের মতো অনলাইনে আবেদনকৃত ১৪০ জন প্রার্থীদের শরীরে করোনা প্রতিশেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মহিববুর রহমান মহিব। পরে দোয়া মোনাজাতের মধ্যেদিয়ে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানসহ সরকারী অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার জানান, প্রথম দফায় কলাপাড়ায় ৭৪৩টি করোনার ভ্যাকসিন এসেছে। যা দিয়ে ৭ হাজার ৪৩০ জনকে টিকা দেয়া যাবে। ইতিমধ্যে টিকা দেয়ার জন্য অনলাইনে ১৪০ জন আবেদন করেছেন।
Leave a Reply