দখিনের খবর ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন পুরুষ কাউন্সিলর প্রার্থীর সাথে ভোটযুদ্ধে লড়ছেন নিগার সুলতানা মিলি নামের এক নারী প্রার্থী। তিনি শীত উপেক্ষা করে ভোর থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিজয়ী হলে নারীদের সকল অগ্রাধিকার ভিত্তিক সুবিধা প্রদানসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই নারী। জানা গেছে, এই ওয়ার্ডে ১ হাজার ২৫৭ জন ভোটার রয়েছে। তবে ছয়জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে লড়ছেন এক নারী প্রার্থী। তারা হলেন-পাঞ্জাবী প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন চৌধুরী, টেবিল ল্যাম্প প্রতীকে শফিকুর রহমান টুলু, উটপাখি প্রতীকে দেবদাস মুখার্জী টিংকু, ব্লাকবোর্ড প্রতীকে মো. হিরন ও পানির বোতল প্রতীকে রাসেল মোল্লার সাথে ডালিম প্রতীক নিয়ে নিগার সুলতানা মিলি নামের এই নারী প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন। তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডে ভোট যুদ্ধে জয়ের আশায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তিনি। নিগার সুলতানা মিলি বলেন, প্রচার-প্রচারণা চালানোর সময় জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তার নির্বাচনী এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা ব্যক্ত করেছেন।
Leave a Reply