পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের চিহ্নিত কথিত চাঁদাবাজ সৈয়দ আতিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আংগারিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ বাদল হোসেন। তিনি রোববার এক সংবাদ সম্মেলনে সৈয়দ আতিকুলের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পাঠ করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। ভুক্তভোগী সৈয়দ বাদল হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ মে আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অপারগতা প্রকাশ করি। এরপরই তার এই চাঁদা চাওয়ার বিষয়টি ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করেন এবং কয়েকটি অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করে। চাঁদা চেয়ে না পাওয়ায় বিভিন্নভাবে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমাকে সামজিকভাবে হেনস্থা, মানহানির অপচেষ্টায় লিপ্ত হয়ে আমার নামে বিভিন্ন প্রভাগন্ডা ছড়াচ্ছে। তিনি বেশ কিছুদিন ধরে আমাদের এলাকা জলিশা, আঙ্গারিয়াসহ আশপাশের এলাকায় ভূইফোঁর, নামসর্বস্ব এবং অনিবন্ধিত অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছে। যারা দুর্বল ও অসহায় তারা তাকে চাঁদাও দিয়েছেন অনেকে। অনেকে তার প্রতারনার খপ্পড়ে পড়ে সর্বশ্রান্তও হয়েছেন। তার তান্ডবের কারণে এলাকার শান্তিপ্রিয় মানুষগুলো চরম অস্বস্তির মধ্যে বসবাস করছে। তার কবল হতে এলাকার মানুষ পরিত্রাণ পেতে চায়। রোববার বেলা ১১টায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply