পটুয়াখালী প্রতিনিধি ॥ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা টমটমসহ অবৈধ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পটুয়াখালী-কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বাস স্ট্যান্ডের সামনের সড়কের মধ্যে বাস আড়াআড়ি করে রেখে দিয়েছে জেলার মিনিবাস মালিক-শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বাসে অপেক্ষায় রয়েছে শত শত যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে কুয়াকাটার পর্যটকসহ সাধারণ যাত্রীরা।
মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, আমি বরিশাল যাবো। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছি।
সুরাইয়া আক্তার জানান, পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার জন্য বাসে উঠছিলাম। বর্তমানে দেড় ঘণ্টা যাবত গাড়ি চলছে না। গাড়ি থেকে ভাড়ার টাকাও ফেরত দিচ্ছে না। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, তিন চাকার অবৈধ যানবাহন যতদিন মহাসড়কে চলাচল বন্ধ করা না হবে তত দিন এই ধর্মঘট চলবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি সমাধানের জন্য বিকেল ৪টায় সকলকে নিয়ে বসার উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply