পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলা প্রশাসন ও র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদের পৃথক দু’টি যৌথ অভিযানে বিআরটিএ কার্যালয় থেকে তিন এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন দ-বিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক আটক সাতজনকে অর্থদ- এবং একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম (লেফটেন্যান্ট কমান্ডার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র গড়ে উঠেছে। দালালদের দৌরাত্ম্য বন্ধের লক্ষ্যে দুপুরে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার কালিকাপুর এলাকার সিদ্দিকুর রহমান, টাউন কালিকাপুরের মো. আনোয়ার হোসেন এবং খলিশাখালী এলাকার গোবিন্দ চক্রবর্তী। তাদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। এছাড়া পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালেও অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। তারা হলেন-সদর উপজেলার বোতলবুনিয়া এলাকার নাসরিন জাহান, কলাতলা এলাকার শওকত আরা, পুকুরজনা এলাকার রিনা বেগম, কলাতলা হাউজিং এলাকার সঞ্চয় কুমার দত্ত এবং পূর্ব হকতুল্লাহর জুয়েল হাওলাদার। তাদের মধ্যে জুয়েল হাওলাদারকে সাতদিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। আর বাকি চারজনকে এক হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে।
Leave a Reply