কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ অমাবশ্যার প্রভাবে পুবের দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টিতে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলে বইছে অস্বাভাবিক জোয়ার। জোয়ারের পানিতে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ উপচে প্রবল বেগে জনপদ ডুবে গেছে। রাবনাবাদ পাড়ের দীর্ঘ ১২ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ২৫ গ্রামের দৃশ্য একই। পানিতে সব থৈ থৈ করছে। লালুয়ার ১১ গ্রামসহ ধানখালী ও চম্পাপুরের নদী ঘেঁষা গ্রামগুলোর হাজার হাজার পরিবারের আমন ক্ষেতসহ বাড়িঘর পুকুর সব জোয়ারের পানিতে ভাসছে। সোমবার সকাল ১০টার দিকে অস্বাভাবিক জোয়ারের প্লাবনে এভাবে জনপদ থেকে মানুষের বাড়িঘর সব ডুবে গেছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ভয়াল উত্তাল হয়ে আছে। সকালের অস্বাভাবিক জোয়ারের হানায় সাগর তীরের বেলাভূমে ব্যাপক ক্ষতি হয়েছে। সৈকতের প্রস্থ দ্রুত কমে যাচ্ছে একের পর এক অস্বাভাবিক জোয়ারের তান্ডবে।
Leave a Reply