কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥ কুয়াকাটায় একটি বাস ব্রেক ফেল করে সৈকতে নেমে পড়ে। এ সময় জিরো পয়েন্টে দাঁড়িয়ে থাকা পর্যটকরা দৌড়ে কোনোমতে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে বাসের চাকায় পিষ্ট হয় একটি মোটরসাইকেল। শুক্রবার সকালে কুয়াকাটা টুরিস্ট পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও টুরিস্ট পুলিশ জানায়, কুয়াকাটা-পটুয়াখালী রুটে চলাচলকারী তিসা পরিবহন পটুয়াখালী ছেড়ে যাবার উদ্দেশ্যে কুয়াকাটা চৌরাস্তার অস্থায়ী বাসস্ট্যান্ডে মোড় নিচ্ছিল। এসময় ব্রেক ফেল করে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাসটি। পরে সৈকতের কাছাকাছি গিয়ে কোনোমতে বাসটি দাঁড়ায়। ততক্ষণে সেখানে পার্কিং করে রাখা একটি মোটরসাইকেল চাকার নিচে পড়ে ভেঙে চুরমার হয়েছে। টুরিস্ট পুলিশ বক্সের সামনের এ ঘটনা তাৎক্ষণিক প্রত্যক্ষ করেন পুলিশসহ আগত পর্যটকরা। ওই মোটরসাইকেলে খুলনা থেকে আসেন পর্যটক সুমন এবং পারভেজ উদ্দিন। পারভেজ জানান, তারা দুজনে কুয়াকাটা জিরো পয়েন্টে বাইকটি পার্কিং করে হেলমেট খুলছিলেন। এরই মধ্যে বাসটি দ্রুতবেগে তাদের দিকে ধেয়ে এলে মোটরসাইকেল রেখেই পাশে দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Leave a Reply