দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ॥ কিশোরী মেয়েকে শিকলে বেঁধে গত দুদিন ধরে মা হালিমা বেগম হাট-বাজারের দোকানে দোকানে ও জনসমাগমে ভিক্ষা করছেন। এসময় কেউ তাদের টাকা দিচ্ছেন; আবার অনেকে মা-মেয়ের করুণ জীবনযাপন নিয়ে ভাবছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলায় সপ্তাহে দুদিন এ ভিক্ষা করছেন ওই মা ও মেয়ে। মা হালিমা বেগম (৩৫) বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আলম মোল্লার স্ত্রী ও মেয়ে শারমিন (১২)। মা হালিমা জানান, স্বামী অন্ধ হলেও তার প্রথম বউ ও আরেক মেয়ে আছে। জমি নাই মাইয়াডার অসুখ হইয়া সমস্যা হইছে, হেই লইগ্গা ভিক্ষা করি। এছাড়া স্বামীর আয় রোজগার নাই। খোঁজ নিয়ে জানা যায়, হালিমার স্বামী আলম মোল্লা অন্যত্র ভিক্ষা করে। আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনজুর আলম জানান, আমি চেয়ারম্যান হওয়ার আগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি। ওদেরকে আরও সহযোগিতার চেষ্টা করব যাতে ভিক্ষা না করতে হয়।
Leave a Reply